বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ কৌশিক মৃত্যুবরণ করেছেন। গাড়ির মধ্যে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো।
এই সময়ের খবরে বলা হয়, মৃত্যুকালে সতীশের বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর কোনও কারণ জানা যায়নি।
কৌশিকের মৃত্যুর বিষয়টি অভিনেতা অনুপম খের সোশাল মিডিয়ায় এই খবর প্রথম শেয়ার করেন। বন্ধুর সঙ্গে একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘৪৫ বছরের বন্ধুত্বে ফুল স্টপ। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতীশ। ‘