27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeজাতীয়বাংলাদেশ উন্নয়নে পাশে থাকবেন রাশিয়া

বাংলাদেশ উন্নয়নে পাশে থাকবেন রাশিয়া

02বাংলাদেশ উন্নয়নে যে কোন ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির রাষ্ট্রদূত আলেকজান্দার এ নিকোলায়েভ সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত তার চার বছর দায়িত্ব পালনের সময় বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক এগিয়েছে উল্লেখ করে বলেন, ২০১৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাশিয়া সফর দু’দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি পারস্পরিক সাংস্কৃতিক সহযোগিতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে প্রস্তাবিত আন্তঃসরকার কমিশনের ওপরও গুরুত্বারোপ করেন নিকোলায়েভ।
সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে যারা আমাদের পাশে ছিলেন তাদের সবসময় আমরা স্মরণ করি। সেই সাথে পারস্পরিক সম্পর্ক অব্যাহত রাখতে আশা প্রকাশ করেন। বাংলাদেশের রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতায় রাষ্ট্রদূত এবং দেশটির প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিনকেও ধন্যবাদ জানান শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments