24 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeখেলাবাংলাদেশ বনাম পাকিস্তান; বিকেল সাড়ে তিনটায়

বাংলাদেশ বনাম পাকিস্তান; বিকেল সাড়ে তিনটায়

atiur rahman 05 0420140405211847ওয়ার্ল্ড টি-২০ ক্রিকেটে গতম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হওয়া পাকিস্তান আজ বিকেলে সাড়ে তিনটায় মুখোমুখি হবে টাগার বাহিনির সাথে। খেলাটি অনুষ্ঠিত হতে কলকাতার ইডেন গার্ডেন্সে।

ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার বলছেন, ইদানীংকালে বাংলাদেশ অত্যন্ত উন্নতমানের ক্রিকেট খেলছে।

কলকাতার শুকনো ব্যাটিং উইকেট বাংলাদেশের জন্য ভালোই হবে বলে মনে করেন মি: মজুমদার।

তিনি বলেন, “ এই উইকেটে সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং সাব্বির রহমানদের ভালো না খেলাটাই অস্বাভাবিক।”

তিনি মনে করেন মোহাম্মদ আমির এবং মোহাম্মদ ইরফানকে ভালোভাবে মোকাবেলা করলে পাকিস্তানকে হারাতে সক্ষম হবে বাংলাদেশ।

সপ্তাহ কয়েক আগে মিরপুরের মাঠে পাকিস্তানকে হারানোর স্মৃতি বাংলাদেশের জন্য এখনো তরতাজা।

বিশ্লেষক বরিয়া মজুমদার বলছেন, কাগজে-কলমে কোন দল এগিয়ে থাকবে সেটি বলা মুশকিল।

পাকিস্তান দলের ঐতিহ্য এবং গভীরতা আছে বলে তিনি মনে করেন। অন্যদিকে ইদানীংকালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মনস্তাত্বিকভাবে এগিয়ে আছে।

মি: মজুমদার বলছেন ইডেন গার্ডেন্সের উইকেট পেস বোলারদের জন্য সহায়ক হবেনা। এখানে সাকিব আল হাসানের মতো স্লো বোলাররা সুবিধা পাবে বলে মনে করেছন মি: মজুমদার।

তিনি বলেন, “ আমি বলবো ম্যাচ ৫০-৫০। বাংলাদেশ কোন অংশে পিছিয়ে নেই। ”

ধারণা করা হচ্ছে, ইনজুরি আক্রান্ত তারকা বোলার মোস্তাফিজুর রহমান আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্যে দিয়ে মাঠে ফিরবেন।

যদিও গতকাল ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মাশরাফি নিজেদেরকে ফেবারিট বলতে অস্বীকৃতি জানিয়েছেন, কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে সর্বশেষ দুটি টি-২০তে পাকিস্তান বাংলাদেশের কাছে হেরেছে।

আর সবশেষে ৫টি মুখোমুখি লড়াইয়ের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments