ইউক্রেনীয় শহর বাখমুতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত হয়েছে। শুক্রবারের এ হামলার পরপরই বাখমুত শহরের স্লোভিয়ান্স থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনীয় বাহিনী। খবর রয়টার্সের।
বাখমুতের শহর স্লোভিয়ান্সের একটি এপার্টমেন্ট ভবনসহ বেশ কয়েকটি স্থানে আঘাত হানে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র। এতে ৮ জন নিহত ও ২১ জন আহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর পাভলো কাইরিলেঙ্কো। তিনি জানান, শুক্রবার মোট ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।
ক্ষেপণাস্ত্র হামলার শিকার এপার্টমেন্ট ভবনের উপরের দুই তলা ধসে পড়েছে। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্দার করা হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনঙ্কির দফতর থেকে জানানো হয়েছে, রাতেই উদ্ধার অভিযান চালিয়ে সত্তরোর্ধ এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়েছে বলেও জানানো হয়।
এক টেলিগ্রামবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া আবাসিক এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ছে। জেলেনস্কি আরও বলেন, প্রকাশ্য দিবালোকে এভাবে বেসামরিক লোকজনকে হত্যার মাধ্যমে রাশিয়া তার আসল চেহারাটা আবারও বিশ্ববাসীকে দেখালো।