35 C
Bangladesh
Friday, June 2, 2023
Homeস্বাস্থ্যবার্ন ইনস্টিটিউটে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজন লাইফ সাপোর্টে 

বার্ন ইনস্টিটিউটে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজন লাইফ সাপোর্টে 

রাজধানীর সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালটির প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, এর মধ্যে ৩ জনকে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে, যাদের দুইজন লাইফ সাপোর্টে।

এদিকে ঢাকা মেডিকেল  কলেজ হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১২০ জনের বেশি। এর মধ্যে বর্তমানে ২০ জন বিভিন্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তবে একজনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে।  

ঢামেক পরিচালক নাজমুল হক জানান, হাসপাতালে রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।  

এদিকে ঢাকা জেলার অতিরিক্ত প্রশাসক হেদায়েতুল্লাহ জানান, হাসপাতালে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৬ জনের মরাদেহ পরিবারের কাছে হাস্তান্তর করা হয়েছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img