25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeবিনোদন‘বার বার দেখো’-তে কালা চশমায় ক্যাটরিনা

‘বার বার দেখো’-তে কালা চশমায় ক্যাটরিনা

Sidharth-Katrina-2ছবির ট্রেলার এখনও রিলিজ হয়নি, তার আগেই ক্যাটরিনা কাইফ এবং সিদ্ধার্থ মালহোত্র অভিনীত ‘বার বার দেখো’ ছবির প্রথম গান রিলিজ করল। আর রিলিজ করার সঙ্গে সঙ্গেই এই গান দুর্দান্ত হিট। হবে নাই বা কেন? ক্যাটরিনার এমন হট লুকস, সঙ্গে জমজমাট নাচ আর গানের মিশেলে এই ভিডিও থেকে চোখ ফেরানোই দায়!

গোটা গানটিতেই ক্যাটরিনার সঙ্গে পাল্লা দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্র। ফলে সবমিলিয়ে আরও উপভোগ্য হয়ে উঠেছে গানটি। যদিও অস্বীকার করার উপায় নেই, সিদ্ধার্থকে ছাপিয়ে গিয়েছেন ক্যাট। ক্যাটরিনা এবং সিদ্ধার্থ জুটির এটিই প্রথম ছবি। গান দেখে অবশ্য সিনেমার গল্পের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। যদিও ছবিটির নির্মাতারা জানিয়েছেন, খুব শীঘ্রই ‘বার বার দেখো’-র ট্রেলারও মুক্তি পাবে।

‘বার বার দেখো’— সত্যিই দর্শকদের বার বার দেখতে ইচ্ছে করবে কি না, তা সময়েই বলবে, কিন্তু ক্যাটরিনাকে দেখার জন্য যে এই গানটি তাঁর ফ্যানরা বারবার দেখবেনই, তাঁর প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ‘বার বার দেখো’-র।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments