মেক্সিকোর পূর্বাঞ্চলে রোববার একটি বাস সেতু থেকে নদীতে পড়ে গেলে অন্তত ২১ জনের মৃত্যু হয়। বাসটিতে সৌখিন ফুটবল খেলোয়াড় ও ভক্তরা ছিল।
কর্মকর্তাদের জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের অ্যাটোইয়াক পৌরসভায় এই দুর্ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে বাসটি গ্রুতগামী ছিল। দ্রুতগতিতে বাস চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেতুর নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে নিচে পড়ে যায়।
বিবৃতিতে আরো বলা হয়, বাসটি অ্যাটোইয়াক নদীতে পড়ে যায়।
প্রাথমিকভাবে বলা হয়েছিল এই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বাসের নিচ থেকে পরে আরো মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় কর্মকর্তারা জানান, বাসটি অপেশাদার একটি ফুটবল ম্যাচ খেলার জন্য খেলোয়াড়দের নিয়ে যাচ্ছিল। বাসটিতে শিশুরাও ছিল।