মাদারীপুর কুতুবপুর সিমানা সংলগ্ন পদ্মাসেতু হাইওয়ে রোডে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত ৩০ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪ জনের এবং অর্ধশতাধিক মানুষ গুরুতর আহত হয়, তাদের শিবচর, মাদারীপুর এবং ফরিদপুর মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায় পাচ্চর লাইফ কেয়ারে চিকিৎসাধীন আরো ২জন মারা যান এখন মোট মৃত্যুর সংখ্যা ১৬ জন।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।