36 C
Bangladesh
Tuesday, June 6, 2023
Homeরাজনীতিবিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেনদ্রীয় কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনায়, বিএনপি এবং এর অঙ্গসংগঠনের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

রাজধানী ঢাকার পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন রবিবার (৪ ডিসেম্বর) ভোরে ঢাকা মহানগর যুবদলের (দক্ষিণ) আহ্বায়ক গোলাম মাওলা শাহিন-সহ বিএনপির ১৫ জনকে এবং অজ্ঞাত পরিচয় ৫০-৬০ জনের নামে মামলা করেন।

মামলার বিবরণে বলা হয়,শনিবার (৩ ডিসেম্বর) পল্টন থানা পুলিশ দায়িত্ব পালনকালে, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে, প্রায় ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তি সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।পরে ঐ এলাকায় একটি ক্রুড বোমা বিস্ফোরিত হয়।” পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করলেও, বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে মামলায় উল্লেখ করেন এসআই শামীম। VOA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img