বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন)। শুক্রবার দিবাগত রাত ১২টায় আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮৯ বছর। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খানের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হয়।
এদিকে বিএনপির এই নেতার জামাতা ড. আজহারুল ইসলাম খান জানান, রাতেই আল-মার্কাজুল ইসলামী হাসপাতালে তাকে গোসল করিয়ে স্কয়ার হাসপাতাল মর্গে রাখা হবে হবে। পরে শুক্রবার সকালে নিজ বাসভবনে নেয়া হবে। পরে বাদ জুম্মা ধানমন্ডির ঈদগাহ জামে মসজিদে তার প্রথম জানাজা শেষে বনানী কবরস্থানে তার স্ত্রীর কবরে তাকে দাফন করা হবে।
এর আগে হৃদরোগসহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়লে বুধবার (০৬ জানুয়ারি) সকালে ধানমন্ডির স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।