বিএনপি দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে ১৯ সদস্যের মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করেন নতুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন।
মোট ৬০২ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৭ জন স্থায়ী কমিটিতে, ৭৩ জন উপদেষ্টা, ৩৫ জন ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহসম্পাদক মিলে ১৭৪ জন এবং সদস্য রাখা হয়েছে ২৯৩ জন। সদস্যদের মধ্যে ১১৩ জন নতুন।
এছাড়া ৫০২ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এদিন এদের মধ্যে ৪৯৮ জনের নাম ঘোষণা করা হয়। বাকিদের নাম পরে জানানো হবে।
১৯ সদস্যের স্থায়ী কমিটিতে আগের কমিটির ১৪ জন রয়েছেন। বাকি তিজন নতুন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।