এ এক নতুন বিমান সেবিকা। বিমান সেবিকা হতে হলে অবশ্যই আপনাকে বিকিনি প্যারাডেতে যোগ দিতে হবে। শুধু তাই নয়, সেখানে দেখতে আকর্ষনীয় লাগলে, তবেই চাকরির নিয়োগপত্র হাতে পেতে পারেন আপনি। এয়ারহোস্টেস এবং মডেল নিয়োগে এমনই নয়া মাপকাঠি জারি হয়েছে পূর্ব চিনের শানডং প্রদেশে।
সূত্রের খবর, শানডং প্রদেশের কুইঙ্গদাও-এ মডেল এজেন্সি ওরিয়েন্টাল বিউটি আয়োজিত বিকিনি প্যারাডে মডেল ও বিমান সেবিকার পদে যোগ দিতে প্রায় ১০০০ জন হাই স্কুল স্নাতক তরুণী অডিশনে সাঁতারের পোশাক পরে হাজির হয়েছিলেন। এই পরীক্ষায় উতরোলে মডেল অথবা বিমান সেবিকা হওয়া যাবে। সেখানে একটাই মাপকাঠি, দেখতে সুন্দরী ও আকর্ষণীয় হতে হবে।
এক সংবাদপত্রে বিজ্ঞাপনে লেখা হয় এক বিমান সংস্থায় একশো জন নতুন বিমান সেবিকা নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা ২৩ বছরের মধ্যে বয়স, দেখতে সুন্দর ও আকর্ষণীয়, বিকিনি পরতে স্বাচ্ছন্দ্য। এই বিজ্ঞাপনের পরেই শানডং প্রদেশে এক মডেল এজেন্সি বিকিনি প্যারাডে মডেল শুরু করে। যেখানে উপস্থিত ছিল প্রায় হাজার জন হাই স্কুল স্নাতক তরুণী। প্রত্যেকেই অডিশনে সাঁতারের পোশাক পরে হাজির হয়েছিলেন। সেখান থেকে বিমান সেবিকা বাছাই হয় বলে খবর।