29 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeনির্বাচিত ২বিড়ালের বিদেশ সফর যখন ৫০ বার

বিড়ালের বিদেশ সফর যখন ৫০ বার

8_Catবয়স যখন ৩০ আর পায় কে! এরই মধ্যে গিনেস বুকের রেকর্ডের দিকে অল্প অল্প করে এগিয়ে যাওয়া ‘স্কুটার’ নিদেনের পক্ষে বিদেশের সফর করে ফেলেছেন ৪৫ থেকে ৫০ বার।গত ২৬ মার্চ ঘটা করে তার জন্মদিনও পালন করা হয়েছে। টেক্সাসের এই বিড়াল এখনও পর্যন্ত গোটা বিশ্বের সবথেকে বুড়ো বিড়াল, যে এখনও জীবিত।

এক নয়, দুই নয় তিন তিনটে দশক দেখেছে রাষ্ট্রপতি রোনাল্ড রেগানের প্রশাসনের সময় জন্ম হওয়া এই বিড়াল। রাজ্য, দেশ, রাজনীতি নানান অভিসন্ধির সাক্ষ্মী এই বুড়ো বিড়াল। আদর করে ছোট থেকে বড় সবাই এই বুড়ো বিড়ালকে ডাকে ‘স্কুটার’ বলে। আর মাত্র ৮ বছর বেঁচে থাকলেই গিনেস বুকের রেকর্ড লিস্টে নাম উঠবে স্কুটারের। এর আগে ৩৮ বছরের জীবনকাল নিয়ে বিরল রেকর্ড করে গিনেস বুকে নাম তুলেছিল আরও এক বুড়ো বিড়াল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments