বিতর্কিত ইসলামিক বক্তা ড. জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ‘সংশ্লিষ্ট’ আরশিদ কুরেশিকে জঙ্গি গোষ্ঠী সদস্য অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
মুম্বাই থেকে বুধবার তাকে গ্রেপ্তার করা হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
তার বিরুদ্ধে আনিত অভিযোগ, কেরালার একদল তরুণকে মগজধোলাই করে আইএসে যোগ দিতে প্ররোচনার চালিয়েছেন তিনি।
আরশিদ ২০০৪ সাল থেকে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছেন এবং মাসে তিনি ৪৪ হাজার রুপি বেতন পান বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি কেরালার ১৫ তরুণ নিখোঁজ হয়েছেন এবং তারা আইএসে যোগ দিয়েছেন বলে ধারণা করছেন ভারতীয় গোয়েন্দারা। আরশিদের বিরুদ্ধে অভিযোগ করলে গত মাসে কেরালায় তার বিরুদ্ধে একটি মামলা করেন নিখোঁজদের একজন বাবা।
পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের অনুমতিতে তাকে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।