25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeনির্বাচিতবিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস

160121122917_bangladesh_oil_prices_640x360_bbc_nocreditএকদফা লাফিয়ে ওঠার পর গত সোমবার আবার বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস  পেল। শুক্রবার তেলের দাম কিছুটা বেড়েছিল। কিন্তু সপ্তাহের শুরুতেই সোমবার তেলের দাম আবার নিচে নেমে এসেছে।

বিশ্ববাজারে ব্যারেল প্রতি দর ৩০.১৫ ডলার। আমেরিকায় এই দর ২৯.৯০ ডলার।

যদিও এ মাসের শুরুর দিকে তেলের দাম ব্যারেল প্রতি ২৮ ডলারে নেমে এসেছিল।

কিন্তু বাংলাদেশে তেলের দর হ্রাসের কোন প্রভাব দেখা যায়নি।

তেলের মূল্য ঠিক রাখতে, তেল উৎপাদনকারী সব দেশেক একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে ওপেক। কিন্তু সেই আহ্বানে কোন কাজ হয়নি বলেই দেখা যাচ্ছে।

বিশ্বের জ্বালানি তেলের ৪২ শতাংশ ওপেকভুক্ত দেশগুলো থেকে আসে।

তেলের দর হ্রাসের কারণে অনেকদিন ধরেই উৎপাদন কমানোর পরামর্শ দিচ্ছে ওপেক। কিন্তু ওপেকভুক্ত সদস্য সৌদি আরবই তেলের উৎপাদন কমাতে রাজি হয়নি।

ওপেকের বাইরে থাকা দেশ, রাশিয়া এবং আমেরিকাও তেলের উৎপাদন কমানোর বিষয়ে কোন আলোচনায় রাজি নয়।

যুক্তরাষ্ট্রের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল স্টিভেন্স মনে করেন, তেলের দাম ২০ ডলারেও নেমে আসতে পারে। কারণ আমেরিকায় পাথরের খাঁজ থেকে যে তেল উৎপাদন করা হচ্ছে, তারা এই দামেও তেল বিক্রি করতে পারবে।

তবে উড ম্যাকেঞ্জির তেল বিষয়ক বিশ্লেষক অ্যালান গেলডারের মতে, ৩০ ডলারের নেমে তেলের দাম অনেক দেশই বহন করতে পারবে না।

তিনি বলছেন, তেলের দাম কমার ফলে ভেনিজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া অর্থনৈতিক সংকটে পড়েছে। তেলের দাম আরো কমলে তা তাদের জন্য বিপদজনক হয়ে দাঁড়াবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments