31 C
Bangladesh
Thursday, June 8, 2023
Homeবিশ্ব‘বিশ্বের বিপদ’ মোকাবেলায় সহযোগিতার আহ্বান জাতিসংঘ প্রধানের

‘বিশ্বের বিপদ’ মোকাবেলায় সহযোগিতার আহ্বান জাতিসংঘ প্রধানের

জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস ‘বিশ্বের বিপদ’ মোকাবেলায় সংহতি ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন উদ্বোধনকালে মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।
গুতেরেস সংঘাত, জলবায়ু পরিবর্তন, ভঙ্গুর বৈশ্বিক আর্থিক ব্যবস্থা, দারিদ্র্য, অসমতা, ক্ষুধা ও বিভক্তির কথা তুলে ধরে বলেন, শান্তি, মানবাধিকার ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেয়ার আমাদের কাজ নিয়ে আমরা বিপদের মুখে পড়েছি।
সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের এই অধিবেশনের প্রাক্কালে জাতিসংঘ প্রধান আরো বলেন, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় দরকার অব্যাহত সংহতি যা আমরা এই সংস্থায় বৃহৎ অঙ্গীকার ও সম্ভাবনার মধ্যদিয়ে প্রদর্শন করি।
আগামী সপ্তাহে বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক সরকার ও রাষ্ট্র্রপ্রধান সাধারণ অধিবেশনে পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন।
এদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান আগামী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অনেক নেতাই অংশ নেবেন। একইদিনে জাতিসংঘে শিক্ষা সংক্রান্ত একটি শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে ৯০ জন নেতা অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন।
গুতেরেসের মুখপাত্র জানান, তিনি রাণীর শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img