27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeনির্বাচিতবিশ্বের ৮০ শতাংশ মানুষ দূষিত বাতাসের ঝুঁকিতে

বিশ্বের ৮০ শতাংশ মানুষ দূষিত বাতাসের ঝুঁকিতে

beijing-bad-air-quality-nov-30-2015-temple-of-heavy-park-strollবিশ্বের ৮০ শতাংশ নগরবাসী দূষিত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। এতে ফুসফুস ক্যান্সারসহ প্রাণ সংহারী অন্যান্য রোগের ঝুঁকি বাড়ছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নতুন এক রিপোর্টে এ কথা বলা হয়।

এতে আরো বলা হয়, দরিদ্র দেশের নগর বাসিন্দারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। নি¤œ ও মধ্য আয়ের দেশগুলোর ৯৮ শতাংশ শহরই জাতিসংঘের দেয়া বায়ু মান রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। উন্নত দেশে এ হার ৫৬ শতাংশ।
হু’র জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের প্রধান মারিয়া নেইরা এক বিবৃতিতে বলেন, দূষিত নগর রাষ্ট্রের হার উদ্বেগজনকভাবেই বাড়ছে।
জাতিসংঘের বায়ু দূষণের সর্বশেষ উপাত্ত থেকে দেখা গেছে সার্বিকভাবেই বিশ্বের নগরীগুলোর বায়ুর মান কমে গেছে। এতে স্ট্রোক ও অ্যাজমা রোগের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ার কথা বলা হয়েছে।
রিপোর্টে ঘরের ভেতরের চেয়ে বাইরের বায়ুর ওপর আলোকপাত করা হয়েছে। ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে ৬৭টি দেশের ৭৯৫টি শহর থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়।
জাতিসংঘ বলছে, ঘরের বাইরের দূষিত বায়ুর কারণে বছরে ৩০ লাখ লোকের অকাল মৃত্যু ঘটছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments