ভারতের উত্তরাঞ্চলে ঘরে তৈরি বিষাক্ত মদ পান করে ১৭ জন শ্রমিক মারা গেছে এবং আরো বেশ কয়েকজন মৃত্যুর সঙ্গে লড়ছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েক জন। এই ঘটনার পরই আবগারি দফতরের পাঁচ কর্মীকে সাসপেন্ড করেছে প্রশাসন।
পুলিশ জানিয়েছে, শনিবার এটা জেলার লুহরি দরওয়াজা ও লওখেরা গ্রামের জনা তিরিশেক লোক বিষাক্ত মদ খান। খাওয়ার কিছু ক্ষণ পর থেকেই তাঁদের অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালে নিয়ে যেতে যেতে কয়েক জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান আরও কয়েক জন। ৬ জনের দৃষ্টিশক্তি চলে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। ঘটনাস্থলে ছুটে যান পদস্থ কর্তারা। জেলা প্রশাসন থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়।
এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৫ জেলা কর্মকর্তাকে দায়িত্বে অবহেরার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছেন।
তিনি এই ঘটনায় যারা মারা গেছে তাদের পরিবারকে ২ লাখ রুপী ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। ভারতে প্রতিবছর বিষাক্ত মদ পান করে কয়েকশ গরীব লোক মারা যায়।