কয়েকদিন যাবত ধরেই শোনা যাচ্ছে চলতি বছরেই য়ুলিয়ার সঙ্গে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন সলমান। শুধু তাই নয়, এ-ও শোনা যাচ্ছিল ওঁদের নাকি এনগেজমেন্টও হয়ে গিয়েছে। কিন্তু সে সব যে শুধুই জল্পনা, তা জানালেন নিজেই। বলেন, এই সব খবরই মিথ্যে।
এনগেজমেন্ট সম্পর্কে সলমনকে প্রশ্ন করায় তিনি বলেন, “এটা গুজব ছাড়া কিছুই নয়। আমি যদি সত্যিই বিয়ে করতাম বা আমার যদি এনগেজমেন্ট হয়ে যেত আমি সেই খবরটা নিজেই জানাতাম। সেটা আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই একটা খুশির মুহূর্ত হত! আমি জানি আমার বিয়ের খবর শুনলে সবাই খুশি হবে।”
তা হলে প্রীতি জিন্টার বিয়ের রিসেপশেনে য়ুলিয়াকে সঙ্গে নিয়ে কেন এসেছিলেন তিনি? জবাবে সলমন জানান, “য়ুলিয়া কি আমার সঙ্গে ছিল? ও তো আমার বোন আলভিরার সঙ্গে এসেছিল। দয়া করে আমার সম্বন্ধে এই সব গুজব ছড়ানো বন্ধ করুন!”