27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeজাতীয়বেজমেন্ট থেকে উদ্ধার মরদেহের ওজন ১২০ কেজি: ফায়ার সার্ভিস

বেজমেন্ট থেকে উদ্ধার মরদেহের ওজন ১২০ কেজি: ফায়ার সার্ভিস

গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণ হওয়া ভবনে আর কোনো মরদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটে ভবনের বেজমেন্ট থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর এ কথা বলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

মরদেহ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, উদ্ধার করা মরদেহের ওজন প্রায় ১২০ কেজি, এজন্য দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে। যা মেহেদী হাসান স্বপনের সঙ্গে মিলে যায়।

দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। পাঁচদিনের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট দেবে।

মরদেহ উদ্ধারের পর তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মরদেহের পরিচয় শনাক্ত করেন স্বপনের ভাই তানভীর হাসান।

তানভীর হাসান বলেন, গত ৭ মার্চ ঘটনার পর থেকে আমার ভাই নিখোঁজ ছিলেন। আজ আমার ভাইকে পেলাম ঠিকই, কিন্তু মৃত অবস্থায়। আমার ভাই একটি স‍্যানেটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করত।

সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments