করিম বেনজেমার টানা দ্বিতীয় হ্যটট্রিকে বার্সাকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে প্রতিশোধ মিশনের সঙ্গে সঙ্গে কোপা দেল রের ফাইনালও নিশ্চিত করেছে রিয়াল।
আজ রাতের ম্যাচটি ছিল মৌসুমের ৫ম এল ক্লাসিকো। শেষ তিন এল ক্লাসিকোতে জয় পেয়েছিল বার্সালোনা। আর তাই আজকের ম্যাচ রিয়ালের জন্য যেমন ছিল ফাইনাল নিশ্চিত করা তেমনি মর্যাদা রক্ষার লড়াই।
ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত দাপট ধরে রাখে বার্সালোনা। চালাতে থাকে একের পর এক আক্রমণ। তবে থিবো কোর্তোয়ার দারুণ কিছু সেভে গোলশূণ্য থাকতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র।
বিরতির পর পুরোটাই ছিলো বেনজেমার পায়ের জাদু। দুর্দান্ত ফিনিশিং থেকে দুটি আর পেনাল্টি থেকে একটি গোল করে টানা দ্বিতীয় হ্যাটট্রিক আদায় করে নেন ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এর মাধ্যমে ৪-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে কোপা দেল রের ফাইনালও নিশ্চিত করে রিয়াল। আগামী ৬ মে ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ওসাসুনা।
পুরো ম্যাচজুড়ে দেখা গেছে এল ক্লাসিকোর পুরনো সেই উত্তাপ। বেশ কয়েকবার বাকবিতণ্ডায় জড়ান দুই দলের খেলোয়াড়রা। হলুদ কার্ড দেখেছেন বার্সা কোচ জাভিও।