সাবেক ভারতীয় লিজেন্ড কপিল দেবের মতে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙ্গবেন বিরাট কোহলি।
ভারতীয় টেস্ট দলের বর্তমান অধিনায়ক কোহলি সম্প্রতি নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে এন্টিগা টেস্টে ভারতের ইনিংস ও ৯২ রানে জয় পাওয়া ম্যাচে ২০০ রান করেন কোহলি।ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন লারা ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৪০০ রানের রেকর্ড গড়েছেন।
ক্রিকেটে ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হিসেবে বিবেচিত হওয়া কপিলের নেতৃতত্বে ১৯৮৩ বিশ্বকাপ শিরোপা জয় করেছিল ভারত। তিনি মনে করছেন লারার এ রেকর্ড যদি কেউ ভাঙ্গতে পারে তবে সেটা ভারতীয় দলের বর্তমান অধিনায়ক কোহলি।
কপিলের উদ্ধৃতি দিয়ে ভারতীয় জিনিউজি পরিবেশিত খবরে বলা হয়েছে, ‘আমার কথা মনে রাখুন, কোহলি এক টেস্টে ৪০০ রান করবে। মনে রাখবেন আমিই এটা প্রথম বললাম। কোহলির অসাধারণ উন্নিতি হয়েছে। আমি এখনো বলছি, তার বয়সে শচিন টেন্ডুলকার আরো বেশি মেধাবী ছিল। কিন্তু তারপর তার (টেন্ডুলকার) মানসিক একটা বাঁধা সৃষ্টি হয়ে। সে সেঞ্চুরি পেত এবং এক সময় কিছুটা খেই হারিয়ে ফেলত। কিন্তু কোহলি এমন ধরনের খেলোয়াড়, যে কিনা আক্রমণ পরাস্ত করবে।’
তিনি আরো বলেন, ‘আসন্ন মৌসুমে অনেক টেস্ট ম্যাচ আছে (এ মৌসুমে ভারতীয় দল ১৭টি টেস্ট খেলবে)। আমি নিশ্চিত যে কোহলি একটি যথোপুযুক্ত পিচ খুঁজে পাবে যেখানে সে ৪০১ রান করবে। আমি জানি আসন্ন হোম মৌসুমে অনেক টার্ন করা পিচ থাকবে। কিন্তু আমি নিশ্চিত যে এক অথবা দু’টি উপযুক্ত পিচ কোহলি পাবে। খুব শিগগিরই একদিন রেকর্ডটি বিপদে পড়বে।’
২৭ বছর বয়সী কোহলি এ পর্যন্ত ৪২ টেস্টে ৪৬.২৮ গড়ে মোট ৩১৯৪ রান করেছেন। যার মধ্যে সেঞ্চুরি ১২টি, সর্বোচ্চ ২০০।