24 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeজাতীয়ভয়াবহ পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছে: প্রধানমন্ত্রী

ভয়াবহ পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছে: প্রধানমন্ত্রী

150105133140_sheikh_hasina_speech_640x360_focusbangla_nocreditঢাকার কল্যানপুরে পুলিশের জঙ্গি-বিরোধী অভিযানে নয়জন সন্দেহভাজন জঙ্গি নিহত হবার মধ্য দিয়ে দেশ ‘ভয়াবহ পরিস্থিতি’ থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ তরিত পদক্ষেপ নেবার ফলে একটা বিরাট ভয়াবহ পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছে। ”

প্রধানমন্ত্রী বলেন গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে পুলিশ তরিত ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন ‘সন্ত্রাসীরা’ নাশকতার জন্য তৈরি হয়েছিল।

অভিযানের বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, “ মধ্যরাতে সেটা ঘেরাও দেয়া হয়। এবং সকাল পাঁচটায় অপারেশন চালানো হয়। নয়জন সন্ত্রাসী সেখানে মৃত্যুবরণ করেছে। ”

কল্যানপুর অভিযানের জন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ‘অত্যন্ত সফলতার’ সাথে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

জঙ্গি তৎপরতার সাথে অনেক শিক্ষিত এবং ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে বলে তিনি উল্লেখ করেন।

কল্যানপুরের ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,“ আজকেও অপারেশনে যারা … তাদের মধ্যে অনেকই এ একই ধরনের শিক্ষিত ছেলে-পেলে পাওয়া গেছে।”

জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন এ ধরনের সন্ত্রাস মোকাবেলা ও প্রতিরোধ করতে করতে হবে।

তবে একই সাথে তিনি স্মরণ করিয়ে দেন বাংলাদেশে এ ধরনের তৎপরতা নতুন কোন বিষয় নয়। তৎকালীন বিএনপি সরকারের সময় দেশজুড়ে পাঁচশটি স্থানে একযোগে বোমা বিস্ফোরণ হয়েছিল।

এছাড়া বিএনপি সরকারের সময় তার সমাবেশ গ্রেনেড হামলা এবং দু’জন আওয়ামীলীগ এমপিকে হত্যার কথাও উল্লেখ করেন তিনি।

জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রী বলেন , “আমরা চাইনা আমাদের দেশটা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হোক। যেভাবে হোক এগুলো দমন করতেই হবে।”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments