বলিউড বাদশা শাহরুখ খান ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার জীবনী নিয়ে ছবি প্রযোজনার আগ্রহ প্রকাশ করেছেন। সানিয়া মির্জার আত্মজীবনী ‘এইস অ্যাগেইনস্ট অডস’ (Ace Against Odds)-এর উদ্বোধন অনুষ্ঠানে নিজের এই আগ্রহের কথা জানান শাহরুখ।
সাংবাদিকদের শাহরুখ বলেন, ‘যদি সানিয়ার জীবনী নিয়ে কোনো ছবি হয়, আমার মনে হয় সেটা খুবই ভালো হবে। এবং সানিয়া যদি চায়, আমি ছবিটা প্রযোজনা করতে রাজি আছি।’
সানিয়ার আত্মজীবনী সম্পর্কে শাহরুখ বলেন, ‘আমার মনে হয়, বইটি আমাদের অনেককেই উৎসাহ ও উদ্দীপনা জোগাবে। আপনি যদি দৃঢ় থাকেন, তাহলে কোনো বাধাই আপনাকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আমিও এটা খুব শক্তভাবে বিশ্বাস করি। সানিয়ার মধ্যে এই দৃঢ়তা আমি সব সময় দেখেছি।’
সানিয়ার খেলোয়াড়ি জীবন সম্পর্কে শাহরুখ বলেন, ‘পরিস্থিতি যতই তাঁর প্রতিকূলে থাকুক, সানিয়া কখনোই হাল ছেড়ে দেননি। খেলার প্রতি তাঁর প্রচণ্ড ভালোবাসাই তাঁকে পরিপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে।’
শাহরুখ আরো বলেন, ‘আত্মজীবনীতে সানিয়া তাঁর জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেছেন। তাঁর অভিজ্ঞতা অনেকেরই কাজে লাগবে। কারণ, এ ধরনের প্রতিকূলতা আমাদের সবার জীবনেই আছে।’