36 C
Bangladesh
Monday, June 5, 2023
Homeখেলাভারতীয় স্পিনারদের রেকর্ডের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়

ভারতীয় স্পিনারদের রেকর্ডের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মত কোন ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করে অনন্য রেকর্ডের জন্ম দিয়েছে ভারতের স্পিনাররা। গতরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন ভারতের স্পিনাররা। তাতে শেষ টি-টোয়েন্টিতে ভারত ৮৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত।
সিরিজ জয় আগেই নিশ্চিত হওয়ায় শেষ টি-টোয়েন্টি ছিলো নিয়মরক্ষার। তাই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাসহ চার পরিবর্তন ছিলো ভারতের একাদশে।
ফ্লোরিডার লডারহিলে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ওপেনার ইশান কিশান ১১ রানে ফিরেন । তবে আরেক ওপেনার শ্রেয়াস আইয়ার ৪০ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন। তার ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা ছিলো। ইনিংসের মাঝে ৩টি চার ও ২টি ছক্কায় ২৫ বলে ৩৮ রানের দারুন ইনিংস খেলেন তিন নম্বরে নামা দীপক হুদা। তাতে বড় স্কোরের ভীত পায় ভারত। পরের দিকে সঞ্জু স্যামসনের ১১ বলে ১৫, এ ম্যাচের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ১৬ বলে ২৮ ও দিনেশ কার্তিকের ৯ বলে ১২ রানের কল্যাণে ৭ উইকেটে ১৮৮ রানের বড় সংগ্রহ পায় ভারত। ওডিন স্মিথ ৩টি উইকেট নেন।
১৮৯ রানের টার্গেটে শুরু থেকেই ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা ছিলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তাই নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২৬ বল বাকি থাকতে ১০০ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। এক প্রান্ত আগলে ওয়েস্ট ইন্ডিজকে বড় হার থেকে রক্ষা করেন শিমরোন হেটমায়ার। ৩৫ বলে ৫৬ রান করেন তিনি। হেটমায়ার ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর মাত্র দুই ব্যাটার দুই অংক স্পর্শ করতে পেরেছেন।
ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেট ভাগাভাগি করেছেন ভারতের তিন স্পিনার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও রবি বিষ্ণ। বিষ্ণ ৪টি, প্যাটেল-কুলদীপ ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন প্যাটেল। আর সিরিজ সেরা হয়েছেন ভারতীয় পেসার অর্শদীপ সিং।
টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিলো ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img