24 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeজাতীয়ভারতের বাস খাদে পড়ে ১৪ যাত্রী নিহত: আহত ৫৫

ভারতের বাস খাদে পড়ে ১৪ যাত্রী নিহত: আহত ৫৫

245067ভারতের উত্তরাঞ্চলীয় হিমালয় অঞ্চলে যাত্রীবোঝাই একটি মিনিবাস রাস্তা থেকে ছিটকে গিরিখাতে পড়ে গেলে ১৪ জন নিহত হয়। একজন কর্মকর্তা রোববার এ কথা জানান। হিমাচল প্রদেশের মান্ডি জেলায় শনিবার এ দুর্ঘটনা ঘটে। বাসটি ধর্মশালা থেকে জনপ্রিয় পর্যটন এলাকা কিন্নাউরে যাচ্ছিলো। এতে যাত্রী ছিলো ৫৫ জনেরও বেশি।

সিনিয়র রাজ্য সরকারি কর্মকর্তা সন্দ্বীপ কদম বলেন, বাস দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ১৪ জন। আহত হয়েছে ৪০ জন। নিহতদের মধ্যে বাস ড্রাইভার ও ছয় বছরের এক শিশুকন্যা রয়েছে।
হিমাচল প্রদেশের মান্ডি জেলায় শনিবার এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় আরো ৪১ জন। বাসটি ধর্মশালা থেকে জনপ্রিয় পর্যটন এলাকা কিন্নাউরে যাচ্ছিলো। এতে যাত্রী ছিলো ৫৫ জনেরও বেশি।
সিনিয়র রাজ্য সরকারি কর্মকর্তা সন্দ্বীপ কদম বলেন, নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। আহত হয়েছে ৪১ জন। নিহতদের মধ্যে বাস ড্রাইভার ও ছয় বছরের এক শিশুকন্যা রয়েছে।
বেঁচে যাওয়া যাত্রী করম সিং বলেন, বাসটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলো।
তিনি জানান, উল্টোদিক থেকে আসা অপর একটি গাড়িকে জায়গা দিতে গিয়ে বাসটি গিরিখাতে পড়ে যায়। কারণ রাস্তার কিছু অংশে বাঁক ছিল।
রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments