আবার দেখা হচ্ছে ভারত ও বাংলাদেশের। কয়েকদিন আগে এশিয়াকাপের ফাইনাল খেলে ভারত ও বাংলাদেশ।
আগামীকাল (বুধবার) ভারত ও বাংলাদেশের কঠিন লড়াই রয়েছে। এই ম্যাচে বাংলাদেশ হেরে গেল লড়াইয়ের ময়দান থেকে ১০০ ভাগ ছিটকে যাওয়া নিশ্চিত হবে ব্যর্থ মাশরাফির দলের।
এমন ম্যাচে দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খেলবেন কি খেলবেন না সেটা জানা গেল এরই মধ্যে।
এর জবাব হলো, ভারতের বিপক্ষে খেলবেন তামিম ইকবাল। অসিদের বিপক্ষে দলে ছিলেন না তামিম ইকবাল।
তামিমের কাজটা করতে পারেননি দলের অন্যরা। মঙ্গলবার সকালে টিম লিডার ও ক্রিকেট বোর্ড ডিরেক্টর আকরাম খান গণমাধ্যমকে জানান, তামিম বিশ্রামে রয়েছে। তিনি এখন সুস্থ। ভারতের বিপক্ষে খেলবেন।
প্রসঙ্গত, হঠাৎ পেটের পীড়ার কারণে অসিদের বিপক্ষে খেলতে পারেননি তামিম। বুধবার রাতে ভারতের বিপক্ষে দলের হয়ে মাঠে নামার কথা রয়েছে তার।