বেঙ্গালুরু ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা হল বাংলাদেশের। সেই ম্যাচ মাত্র এক রানে হেরেছে মাশরফি বিন মর্তুজার দল।
সেদিন নির্ধারিত সময়ের মধ্যে একটি ওভার শেষ হয়নি বাংলাদেশের। এজন্য মর্তুজাদের বিরুদ্ধে জরিমানা ধার্য করেছেন আইসিসি ম্যাচ রেফারিদের এমিরেটস এলিট প্যানেলের ক্রিস ব্রড।
আইসিসি আচরণবিধির ২.৫.১ অনুচ্ছেদে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনও দল বোলিং শেষ করতে না পারলে ওভারপিছু ম্যাচ ফি-র দশ শতাংশ কাটা যাবে খেলোয়াড়দের। আর অধিনায়কের জরিমানা হবে সেই জরিমানার অঙ্কের দ্বিগুণ। সেই অনুসারে সেদিনের স্লো ওভার রেটের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা হয়েছে। অধিনায়ক মর্তুজার ফাইন হয়েছে তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ। এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি।
আইসিসি-র কোনও টুর্নামেন্টের মধ্যে একজন অধিনায়ক দুটি ছোটখাট ওভার-রেট বা একটি বড় ধরনের ওভার রেটের ভুল করলে তাঁকে সাসপেন্ড হতে হবে। সেই হিসাবে চলতি আইসিসি টি ২০ বিশ্বকাপ চলাকালে মর্তুজা অধিনায়ক হিসাবে যদি আবার একটি ছোটখাট ওভার রেটের ভুল করেন, তবে তাঁকে একটি ম্যাচের জন্য সাসপেন্ড করা হবে।
আইসিসি জানিয়েছে, মর্তুজা স্লো ওভার রেটের অভিযোগ মেনে নিয়েছেন। জরিমানার নির্দেশও মাথা পেতে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির আর দরকার হয়নি।