31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeনির্বাচিতভারতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে আক্রমণ

ভারতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে আক্রমণ

151024103937_indian_air_force_640x360_ap_nocreditভারতের পাঞ্জাবের পাঠানকোটের শতাব্দী প্রাচীন সেনা ছাউনিতে শুরু হয়েছে গুলির লড়াই। শনিবার ভোরে পাঠানকোটের বায়ু সেনা ঘাঁটিতে হামলা চালাল একদল আত্মঘাতী জঙ্গি।

পাঠানকোট বিমান ঘাঁটির ভেতর থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং তাদের মোকাবেলায় সেনাবাহিনীর কমান্ডো এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

প্রাথমিক খবর অনুযায়ী, অন্তত চারজন বন্দুকধারী এই আক্রমণে অংশ নিয়েছে এবং তাদের অন্তত দু’জন বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।

একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে আক্রমণে ভারত-শাসিত কাশ্মীরের জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে।

”আমাদের বিশ্বাস, তারা জয়েশ-এ-মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী”, কর্মকর্তা এএফপিকে বলেন।

ভারত অভিযোগ করে, কাশ্মীর-ভিত্তিক এব সংগঠণকে পাকিস্তান সমর্থন করে। তবে পাকিস্তান অভিযোগ বরারবই প্রত্যাখান করে আসছে।

ভারতের গণমাধ্যমে বলা হচ্ছে, চারজন আক্রমণকারীকে একটি নির্দিষ্ট এলাকায় ঘিরে ফেলা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, ছিনতাই করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়েছে, এবং বন্দুকধারীরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পড়া ছিল।

এই আক্রমণ আসলো লাহোরে ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠকের মাত্র কয়েকদিন পরেই।

অগাস্ট মাসে পাঞ্জাবের ঘুরুদাসপুরে একটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলায় সাতজন নিহত হয়। প্রায় ১২ ঘণ্টা ঘরে চলা বন্দুক যুদ্ধে তিনজন আক্রমণকারী নিহত হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments