25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeনির্বাচিতভারতে বন্যায় ৫২ জনের মৃত্যু

ভারতে বন্যায় ৫২ জনের মৃত্যু

Cno98bDWYAEgEvcভারতের অসম ও বিহার রাজ্যে চলতি সপ্তাহে মৌসুমি বন্যায় অন্তত ৫২ জন মারা গেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় অসম রাজ্যের সরকারি কর্মকর্তারা আজ (শনিবার) জানিয়েছেন, নদীর কূল ছাপিয়ে বন্যার পানি বহু গ্রামে ঢুকে পড়ে এবং অন্তত ২৬ জন মারা যায়।

বিহার রাজ্যে আরো ২৬ জন নিহত ও লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে বলে স্থানীয় বার্তা সংস্থা জানিয়েছে। প্রতিবছর ভারতে মৌসুমি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বহু মানুষ মারা যায়।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “বন্যা পরিস্থিতি আসলেই মারাত্মক। গত সাত দিনে ২৬ জন মারা গেছে এবং বন্যার কবলে পড়েছে ৩৬ লাখ মানুষ।

রাজনাথ জানান, “বানের তোড় থেকে দুর্গত লোকজনকে উদ্ধারের জন্য ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স এবং সেনাবাহিনী সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। এজন্য প্রায় ৬০টি নৌযান মোতায়েন করা হয়েছে এবং জনগণকে সাহায্যের জন্য সব ধরনের চেষ্টা করা হবে।” বিভিন্ন খবরে বলা হচ্ছে- বন্যার কবলে পড়া লোকজন অসমের রাস্তা ও উঁচু ভূমিতে আশ্রয় নিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments