সপ্তাহের প্রথমদিন জলপাইগুড়ি, শিলিগুড়ি, সিকিম, দার্জিলিং-সহ পাহাড়ের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
এ দিন দুপুর ১২.১৬ মিনিট নাগাদ কেঁপে ওঠে জলপাইগুড়ি, শিলিগুড়ি, সিকিম, দার্জিলিং। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন বাসিন্দারা।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫ ম্যাগনিটিউড।
জানা গিয়েছে, ভুটানের সামসে থেকে ২১ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। এ দিনের কম্পন অনুভূত হয়েছে ভারত, বাংলাদেশ, ভুটান এবং চিনে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। প্রসঙ্গত, এ দিন সকাল থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি-সহ একাধিক জায়গায়। সেই সময়ের মধ্যে এই কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।