29 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeনির্বাচিতমডেল সাবিরা মৃত্যুর আগে যা বলেন

মডেল সাবিরা মৃত্যুর আগে যা বলেন

2016_05_24_15_35_53_tJ13MyFjyFJRnSSpgcWadWV2Rj9SNL_originalরাজধানীর মিরপুর এলাকার রূপনগরে একটি বাড়ি থেকে সাবিরা হোসেন (২১) নামে এক মডেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাবিরার কথিত স্বামী নির্ঝরের কাছে খবর পেয়ে রূপনগর আবাসিক এলাকার ১২ নং রোডের ৫ নং বাড়ির ছয়তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাবিরার বাবার নাম মনির হোসেন। তিনি দুবাই প্রবাসী। তার মা মোহাম্মদপুরে পৃথক বাসায় থাকেন। নির্ঝরকে স্বামী পরিচয় দিয়ে সাবিরা রূপনগরে সাবলেটে থাকতেন।

জানা গেছে, সহকর্মী প্রেমিক নির্ঝর সিনহা রওনকের সঙ্গে অভিমান করে সাবিরা আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে সাবিরা নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।

এতে তিনি তার মৃত্যুর জন্য প্রেমিক নির্ঝরকে দায়ী করে গেছেন। এছাড়া ফেসবুক পেজে একটি ৯ মিনিটের ভিডিও আপলোড করে গেছেন সাবিরা।

ভিডিওটিতে একটি ছুরি হাতে সাবিরাকে বারবার পেটে ও গলায় চাপ দিতে দেখা যায়। কিন্তু ব্যর্থ হওয়ায় তিনি বলেন, ‘আমি ব্যর্থ, আপাতত। এবার পরবর্তী পদক্ষেপ নেব।’

ফেসবুক স্ট্যাটাসে নির্ঝর সিনহা রওনক নামের সহকর্মী ও প্রেমিক আলোকচিত্রীকে উদ্দেশ্য করে সাবিরা হোসাইন লিখেন, ‘আমি তোমাকে দোষ দিচ্ছি না। এটা তোমার ছোট ভাইকে বলছি। সে আমাকে যা ইচ্ছে বলেছে। আর বেস্ট পার্ট হলো- প্রত্যয় আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর আমার প্রশ্ন হলো তোমার কী একটুও খারাপ লাগেনি?’

নির্ঝরকে উদ্দেশ্য করে তিনি লিখেন, ‘আমাকে যখন তখন ব্যবহার করবা, শারীরিক সম্পর্ক করবা আর এসব সহ্য করে যাব এটা তো কোনো কথা না! আমিও ভালোবাসার টানে চলে আসবো তাও না, বিয়ের কথা বললে তোমার পরিবারের সমস্যা থাকে আর শারীরিক সম্পর্কের বেলায় সব ঠিক! এটা আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি আত্মহত্যা করছি শুধু তোমার জন্য।’

এরপর প্রেমিক নির্ঝর সিনহা রওনককে মেনশন করে সাবিরা আরও লিখেন, ‘আমার মৃত্যুর জন্য সে দায়ী। যদি আমি মারা যাই, তাহলে এর দায় তোমার।’

উল্লেখ্য, সাবিরা হোসাইন বিভিন্ন ফ্যাশন হাউজের মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গান বাংলা টেলিভিশনের মার্কেটিং এক্সিজিউটিভ ছিলেন। এখানে যোগদানের আগে মোহনা টেলিভিশনে কাজ করেছেন তিনি।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments