31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeনির্বাচিতমতিন দেশের অভ্যন্তরে গড়ে ওঠা সন্ত্রাসবাদের অংশ: বারাক ওবামা

মতিন দেশের অভ্যন্তরে গড়ে ওঠা সন্ত্রাসবাদের অংশ: বারাক ওবামা

F0AE1B6F-6D91-4099-9730-A2CDA10F8CA4_w987_r1_sযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ফ্লোরিডার অরল্যান্ডোর একটি সমকামী নাইটক্লাবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় গনগত্যা চালিয়েছে যে বন্দুকধারী, সে কোন বিদেশী সন্ত্রাসী গ্রুপ দ্বারা পরিচালিত হয়েছিল কিনা, তার কোন সুস্পষ্ট প্রমাণ নেই।

প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, বন্দুকধারী ইন্টারনেটের মাধ্যমে প্রচারিত চরমপন্থী তথ্য জানতো, সেটা প্রতীয়মান হয়েছে।

প্রেসিডেন্ট ওবামা বলেন, সন্দেহভাজন বন্দুকধারী আফগান বংশদ্ভুত আমেরিকায় জন্ম গ্রহণকারী ২৯ বছর বয়স্ক ওমার সিদ্দিকী মতিন, দেশের অভ্যন্তরে গড়ে ওঠা সন্ত্রাসবাদের অংশ। যা আমাদের দীর্ঘ দিনের উৎবেগের কারন।

সন্ত্রাসবাদীরা তাদের হামলার মাধ্যমে মুক্ত সমাজ ধ্বংস করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার যখন জমে উঠেছে, ঠিক তখনই অরল্যান্ডোর এই হামলাকারী সেই কাজে সফল হতে পারেন বলে মনে করছেন ইনেস পোল৷

সন্ত্রাসবাদীরা তাদের হামলার মাধ্যমে সাধারণত দু’টি লক্ষ্য পূরণ করতে চায়৷ প্রথমত, মানুষ হত্যা করা৷ তাছাড়া মুক্ত সমাজ ধ্বংস করে ফেলতে চায় তারা৷ সে কারণেই অরল্যান্ডো শহরের নাইটক্লাবে হামলায় ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনা শুধু বেদানময় এক ট্র্যাজিডি নয়, এটি অত্যন্ত বিপজ্জনক এক ইঙ্গিত বহন করে৷

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থীরা এমন হত্যাকান্ডে বিভিন্ন মতামত তুলে ধরেন। ডেমোক্রাটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারী ক্লিনটন ‘সিএনএন’ কে বলেছেন, “আমাদের দেশকে কথিত একক সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করতে হবে।” তিনি বলেন সন্ত্রাসবাদ ও অন্যান্য সহিংসতা মোকাবেলা করার জন্য আমেরিকানরা এক যোগে কাজ করতে পারবেন। তিনি আরও বলেন এই হুমকী মোকাবেলায় মুসলিমদের কাছে সহযোগিতা চাওয়া উচিত। তিনি বন্দুক কেনার ব্যাপারে সংস্কারের কথাও বলেন।

রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদ প্রার্থী ডনাল্ড ট্রাম্প ‘সিএনএন’ কে বলেছেন, “দেশে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের পরিস্থিতির অবনতি হবে কারণ নেতৃত্ব দুর্বল।” তিনি পুনরায় এই আহ্বান জানান যে সিরিয়ান শরনার্থীদের আমেরিকায় আসা বন্ধ করতে হবে। তিনি আরও বলেন মুসলমানদের মধ্যে সন্দেহভাজনদের বিষয়ে কর্তৃপক্ষকে জানাতে হবে। তিনি বন্দুক রাখার বিষয়ে তার সমর্থন ব্যক্ত করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments