মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন ভোট গ্রহণ চলছে। গোলযোগপূর্ণ দেশটিতে পুনরায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।২০১৩ সালে প্রধানত একটি মুসলিম বিদ্রোহী গ্রুপ দেশটিতে রক্তক্ষয়ী ক্ষমতা দখলের পর এই নির্বাচন হচ্ছে । দীর্ঘদিন ধরে রক্তপাত হচ্ছে।
নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ফস্টিন টুয়াডেরা ও অ্যানিসেট ডোলোগুয়েল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
উভয় প্রার্থীই দেশে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
ডোলোগুয়েল ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট অ্যাঙ্গেফেলিক্স পাটাসের অধীনে এবং টুয়াডেরা ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ফ্রান্সোইস বোজিজের অধীনে প্রধানমন্ত্রী ছিলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।