মধ্য ইন্দোনেশিয়ার উপকূলের অদূরে সমুদ্র তলদেশে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.২। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিরও কোন খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সমুদ্রতলের ভূমিকম্পটি স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ১৩ মিনিটে আঘাত হানে। জনপ্রিয় পর্যটন দ্বীপ লোম্বোক থেকে প্রায় ৩শ কিলোমিটার দক্ষিণে ও ২৯ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কোন প্রভাব পড়েছে কিনা কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন।