প্রবল প্রসববেদনা নিয়ে শনিবার সকাল ১১টা নাগাদ ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তখনও তিনি জানেন না, আগামী কয়েক মিনিটে তিনি জন্ম দেবেন একসঙ্গে ৫টি সন্তানের। হ্যাঁ, এমনই আশ্চর্য ঘটনার সাক্ষী থাকল ছত্তিশগড়ের অম্বিকাপুরের সরকারি হাসপাতাল। মাত্র ৩০ মিনিটে পরপর ৫টি কন্যাসন্তান প্রসব করলেন বছর ২৫-এর এক মহিলা।২৬ সপ্তাহ ধরে অন্তঃসত্ত্বা থাকার পর শনিবার সকালে প্রসববেদনা অনুভব করেন মনিতা সিং। সকালেই ভর্তি হন অম্বিকাপুর সরকারি হাসপাতালে। সিজারের প্রয়োজন হয়নি। প্রথম সন্তানের জন্ম দেন স্বাভাবিক প্রসবেই। তারপরেই প্রসববেদনা আরও তীব্র হয়। একের পর এক সন্তান প্রসব করতে শুরু করেন মনিতা। এই ভাবে মাত্র আধ ঘণ্টায় ৫টি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। ঘটনায় চোখ কপালে চিকিত্সকদেরও। অম্বিকাপুর সরকারি হাসপাতালের ডাক্তারদের কথায়, ‘নর্মাল ডেলিভারিতে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দেওয়ার ঘটনা আমাদের জীবনে দেখা এই প্রথম। মা-বাবার কাছে এটা খুবই সুখের খবর হলেও, প্রত্যেকটি শিশুই প্রিম্যাচিওর অবস্থায় রয়েছে। বাঁচানো যাবে কিনা, এখনও বলা যাচ্ছে না। তাই ৫ সদ্যোজাত ও মায়ের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। ‘বছর দুয়েক আগে এক সন্তানকে হারিয়েছিলেন তাঁরা। তাই একসঙ্গে ৫ সন্তানের বাবা হয়ে যারপরনাই খুশি মণীশ সিং-এর কথায়, ‘ভগবানের অশেষ কৃপা। আমাদের একসঙ্গে ৫ সন্তান দিয়েছেন তিনি।’