31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeবিনোদনমিডিয়ায় সমালোচনায় সইফের মেয়ে সারাকে নিয়ে

মিডিয়ায় সমালোচনায় সইফের মেয়ে সারাকে নিয়ে

sara1বেগম করিনা মা হতে চলেছেন। এটা এখন প্রায় বাসি খবর। চলতি বছর ডিসেম্বরেই নাকি সেই সুখবরটা আসতে চলেছে। সে যাই হোক, বডিউড আড্ডায় এখন জোর আলোচনা সইফের মেয়ে সারাকে নিয়ে।

সইফ-অমৃতার মেয়ে সারা। বলিউডে আত্মপ্রকাশ নাকি তাঁর সময়ের অপেক্ষা। এদিকে এরমধ্যেই কয়েকদিন আগে সারাকে দেখা যায় মুম্বইয়ের একটি অভিজাত নাইটক্লাবে। খবর সেটাও নয়। খবর হল, নাইটক্লাবে সঙ্গে থাকা পুরুষটি। শোনা যাচ্ছে, তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি । নাম বীর পাহাড়িয়া। শোনা যাচ্ছে, সে-ই নাকি নবাব-কন্যার মন চুরি করেছে। দুজনে নাকি একই স্কুলে পড়তেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments