রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় দুই এমপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৪ জন আহত হয়েছে। এই ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে।
দুপুরে মিরপুর-১ নম্বরে স্থানীয় এমপি আসলামুল হক ও সংরক্ষিত মহিলা এমপি সাবিনা আহমেদ তুহিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ জানিয়েছে, আজ রোববার দুপুরে শাহ আলী মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগের একটি পক্ষের হরতালবিরোধী কর্মসূচি চলছিল। এ সময় হঠাৎ করেই সেখানে হাজির হয় আরেক পক্ষের নেতাকর্মীরা। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে তা রূপ নেয় সংঘর্ষে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদ জানান, এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনাও ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশ, আনসার, আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২৪ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ওই এলাকাসহ আশপাশের এলাকায় পুলিশী নজরদারি বাড়ানো হয়েছে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।