জামায়াত নেতা মীর কাশেম আলী মানবতাবিরোধী অপরাধে মামলার আপিল আবেদনের রায় ঘোষণার জন্যে ৮ই মার্চকে নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ এ তারিখ নির্ধারণ করেন। এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন।
এরপর আসামি পক্ষে যুক্তি খণ্ডন করে খন্দকার মাহবুব হোসেন।
উভয় পক্ষের বক্তব্য শেষে রায় ঘোষণার তারিখ প্রথমে ২রা মার্চ নির্ধারণ করেন আদালত। পরে তা ৮ই মার্চ পুননির্ধারন করা হয়।
জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলায় ২০১৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলো।