26 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeজাতীয়মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুবিষয়ক নতুন প্রজন্মকে জানাতে হবে

মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুবিষয়ক নতুন প্রজন্মকে জানাতে হবে

20যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে আগামী প্রজন্মকে জানাতে হবে। দেশের ভবিষ্যৎ সময়টাকে মুক্তিযুদ্ধবিষয়ক ও বঙ্গবন্ধু সম্পর্কে বাংলার মানুষের কাছে তুলে ধরতে হবে। জানাতে হবে শেখ রাসেলের সম্পর্কে। জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে বিজয় দিবস দাবা প্রতিযোগিতায় পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সৃজনশীল খেলা দাবা আয়োজনের মাধ্যমে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের এই উদ্যোগটি প্রশংসনীয়। এর মাধ্যমে শিশুদের প্রতিভার বিকাশ ঘটবে।’

পরিষদের সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক। বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিব কে এম শহিদুল্যাহ ও মনিরুজ্জামান পলাশ। প্রতিযোগিতায় ছাত্রদের ষষ্ঠ থেকে ১০ শ্রেনী গ্রুপে দিবাকর দিব্য, ছাত্রী গ্রুপে মোসাম্মৎ ঝর্না বেগম, ছাত্রদের কেজি থেকে ৫ম শ্রেনী গ্রুপে রেজা নুর এবং ছাত্রীদের গ্রুপে ফারদিনা হোসেন এরিনা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। অনুষ্ঠানে ৪০টি স্কুলকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments