রবিবার সন্ধ্যায় ‘মেক ইন ইন্ডিয়া’ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ভয়াবহ আগুন। অল্পের জন্য রক্ষা পেলেন বিগ বি-আমির খান। সে সময় সেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও অমিতাভ বচ্চন, হেমা মালিনী, মাধুরী দীক্ষিত, আমির খান, বিবেক দেবরয় প্রমুখ বলিউড তারকারা। তাঁরা কোনওক্রমে রক্ষা পান। তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। দমকলের আট ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকলের। ঘটনার কিছুক্ষণ বাদেই মুখ্যমন্ত্রী বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তবে কেউ হতাহত হননি।
অমিতাভ বচ্চনের কবিতাপাঠ পাঠের পর মরাঠি অভিনেত্রী পূজা সাবান্তের নৃত্যানুষ্ঠান চলছে। ঠিক তখনই মেক ইন্ডিয়ার মঞ্চের নীচে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের আটটি ইঞ্জিন। ভিআইপি গেট দিয়ে বের করে দেওয়া হয় সেলিব্রিটিদের। অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় গোটা অনুষ্ঠান মঞ্চ। এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাঝপথেই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।
ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখছেন। আপাতত মেক ইন ইন্ডিয়ার অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।
শনিবার মুম্বইয়ে মেক ইন ইন্ডিয়ার সপ্তাহের সূচনা করেছিলেন নরেন্দ্র মোদি। ঘটনার পর ফোনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি।