26 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeনির্বাচিতমুসলিমদের অপমান যুক্তরাষ্ট্রের নিরাপদ নয়: বারাক ওবামা

মুসলিমদের অপমান যুক্তরাষ্ট্রের নিরাপদ নয়: বারাক ওবামা

141222180043_ronaldo_statue_1_640x360_epaমার্কিন কংগ্রেসের এক বিদায়ী ভাষণে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, মুসলিমদের অপমান করা আমাদের জন্য সুফল বয়ে আনবে না বরং তা আরও বিপদ বাড়াবে।

তিনি বলেন, কয়েক দশক ধরেই আফগানিস্তান, পাকিস্তান সহ গোটা বিশ্ব জুড়েই এক অস্থির পরিস্থিতি রয়েছে। আফগানিস্তানের বিভিন্ন জায়গাতেও পরিস্থিতি বারবার অশান্ত হয়েছে। এরমধ্যে কিছু দেশ জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বিদায়ী ভাষণে জঙ্গিগোষ্ঠী আল-কায়দা ও আইএসআইএস সরাসরি হুমকির প্রসঙ্গও তোলেন ওবামা। ওবামা বলেন, সাধারণ মানুষকে সরাসরি হুমকি দিচ্ছে এই জঙ্গিগোষ্ঠীগুলি। জীবনের কোনও মূল্যই নেই তাদের কাছে। মানব সভ্যতার জন্য এরা বড় বিপদ।

ওবামা জানিয়েছেন, নিজেদের জাল বিস্তার করতে ইন্টারনেটকেই বেঁছে নিয়েছে এই জঙ্গি সংগঠনগুলি। তিনি বলেন, এদের এই ধ্বংসলীলাকে গুরুত্ব না দিয়ে তাদের শুধুমাত্র ‘খুনি’ ও ‘ধর্মান্ধ’ হিসেবেই ভাবা উচিত। তাদের সম্পূর্ণ নির্মূল করতে হবে, ধ্বংস করে দিতে হবে। ওবামা বলেন, আমাদের সেনা এবং প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী সেনা ইরাক এবং সিরিয়া পুনরুদ্ধারের কাজ করবে।

ওবামার দাবি, মার্কিন নীতি বা তাঁর কথায় বিশ্বাস করতে হবে না, বিন লাদেনের পরিণতিই বলে দিয়েছে সঠিক বিচার হয়েছে কিনা।
এই সভা থেকে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে মুসলিমদের ঘৃণা না করার বার্তা দিয়েছেন ওবামা। কারণ বিশেষ কোনও সম্প্রদায়ের ওপর হামলা চালালে সেখান থেকেও পাল্টা আক্রমণের আশঙ্কা থাকে। কাজেই মুসলিমদের অপমান তাদেরই বিপদ বাড়াবে, দাবি ওবামার।
ওই সভা থেকে জঙ্গি মোকাবিলায় গোটা বিশ্বকে জোটবদ্ধ হওয়ার ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments