ব্রিটেনের অর্থমন্ত্রী ও ধনকুবের প্রযুক্তি ব্যবসায়ী বিল গেটস ‘বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী’ রোগ ম্যালেরিয়া মোকাবেলায় কয়েক বিলিয়ন ডলার ব্যয়ের সোমবার পরিকল্পনা ঘোষণা করেছেন।
দ্য টাইমসের এক যৌথ নিবন্ধে চ্যান্সেলর জর্জ অসবোর্ন ও গেটস মশা বাহিত এ রোগ নির্মূলে গবেষণা ও প্রচেষ্টা চালানোর জন্য আগামী পাঁচ বছরে ৪.২৮ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দেন।
ওই যৌথ নিবন্ধে বলা হয়, ‘জনজীবনে এ ধরণের বিপর্যয় নেমে আসলে মশা বাহিত এ মহামারির ক্ষেত্রে কেউ নিস্ক্রিয় বসে থাকতে পারে না।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০১৫ সালে ম্যালেরিয়া রোগে চার লাখ ৩৮ হাজার লোকের প্রাণহানি ঘটে। এদের মধ্যে বেশীর ভাগই শিশু। তাদের বয়স আবার পাঁচ বছরের নীচে এবং তাদের অধিকাংশ আফ্রিকার।
হু’ তাদের বিশ্ব ম্যালেরিয়া প্রতিবেদন ২০১৫ তে বলা হয়, এ রোগ নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালানোয় গত ১৫ বছরে এক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হয়েছে।