সিনেমায় না-এলে তিনি কী করতেন? অন্য কোনও ময়দানের ‘‘সুলতান’’ হতেন কি তিনি? হয়তো। কারণ যে কেরিয়ার তাঁর হতে পারত, তাতে সাফল্য এলে… সলমন খানের বাবা সেলিম খান চাননি তাঁর ছেলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসুক। বরং তিনি চেয়েছিলেন, ছেলে বাইশ গজে চুটিয়ে খেলুক। তাঁর ক্রিকেটীয় শৌর্যে মুগ্ধ হোক গোটা পৃথিবী। হ্যাঁ, সেলিম খান চেয়েছিলেন, সলমন ক্রিকেটার হোন। সে জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখেননি তিনি। সেলিম দুরানিকে কোচ করেছিলেন সলমনের। সম্প্রতি এই কথা ফাঁস করেছেন সলমন নিজেই। এবারে প্রশ্ন হল, ক্রিকেট খেললে সলমন কী হতেন? বোলার, না ব্যাট্সম্যান? সলমন তা-ও ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, বাঁ-হাতি ব্যাটস্ম্যান হিসেবে তিনি রীতিমতো ভাল খেলতেন। তবে সিনেমার প্রতি তাঁর টান বরাবরই। সে কারণেই তিনি ইচ্ছে করে খারাপ খেলতেন। তবে ক্রিকেটের প্রতি সলমনের ভালবাসাটা রয়ে গিয়েছে। ভারতের খেলা থাকলে তিনি দেখার চেষ্টা করেন। সম্প্রতি ভাইপো নির্বাণের সঙ্গে সেলিব্রিটি ক্রিকেট লিগে তাঁকে খেলতেও দেখা গিয়েছে।