যারা মানুষ পুড়িয়ে সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারেনি, তারাই আজ পরিকল্পিতভাবে মানুষকে কুপিয়ে হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তারাই পেছন থেকে গুপ্তহত্যাকারীদের মদদ দিচ্ছে। এরা বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে দিকে চিহ্নিত করে পরিকল্পিতভাবে মানুষ মারছে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের উন্নয়নে ফার্স্ট ট্র্যাক প্রকল্পগুলোর মনিটরিং কমিটির ৪র্থ সভায় দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধান মন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে চলছে, দারিদ্র্যের হার কমেছে, মাথাপিছু আয় বেড়েছে, তখন এই ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করে উন্নয়নকে বাধাগ্রস্ত করাই এদের লক্ষ্য। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী বলেছেন, অশুভ শক্তি যতই চেষ্টা করুক, দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।