27 C
Bangladesh
Thursday, February 9, 2023
Homeনির্বাচিতযুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘন্টায় ৩৯৩৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘন্টায় ৩৯৩৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার করোনাভাইরাসে প্রাত্যহিক মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৩ হাজার ৯৩৬ জন প্রাণ হারানোয় তাদের আগের নিজস্ব রেকর্ড ভঙ্গ হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারি ভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশে মঙ্গলবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় (গ্রীনিচ মান সময় বুধবার ০১৩০) নতুন করে ২ লাখ ৫০ হাজার ১৭৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জর্জিয়ায় দুই সেনেট আসনে ফিরতি নির্বাচনের ভোট গণনা চলছে


যুক্তরাষ্ট্রে এ ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৫৭ হাজার ৬৭ জনে দাঁড়িয়েছে।
কোভিড ট্র্যাকিং প্রজেক্টের উপাত্ত অনুযায়ী, এ মহামারির শুরু থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক লোক হাসপাতালে ভর্তি রয়েছে। করোনাভাইরাসে সংক্রমণের কারণে দেশটিতে এখন ১ লাখ ৩১ হাজারের বেশি রোগি হাসপাতালে রয়েছে। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বর্তমানে একেবারে খারাপ পরিস্থিতি বিরাজ করছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments