যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলা। লুইসিয়ানায় ব্যাটন রুজ-এ পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। অঙ্গরাজ্যের রাজধানী ব্যাটন রুজের পুলিশ সদর দফতরের কাছেই এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের এই ঘটনায় অন্তত তিন জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মৃত এক হামলাকারী।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মুখ ঢাকা এক ব্যক্তিকে তারা নির্বিচারে গুলিবর্ষণ করতে দেখেছেন।
গুলিতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যার মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক।
পুলিশ এর পর একজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। আরো দু’জন বন্দুকধারীর খোঁজে এখন অনুসন্ধান শুরু হয়েছে ।
পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। দু সপ্তাহ আগেই এই শহরে এ্যাল্টন স্টার্লিং নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ ধরে মাটিতে ফেলে দেবার পর তাকে গুলি করে হত্যা করে।
এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
এর প্রতিবাদে ডালাস শহরে এক বিক্ষোভ চলার সময় একটি উঁচু ভবন থেকে পুলিশের ওপর ‘প্রতিশোধমূলকভাবে’ গুলি চালায় কৃষ্ণাঙ্গ এক সাবেক মার্কিন সেনা সদস্য, এতে পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং পরে ওই বন্দুকধারীও নিহত হয়।
সবশেষ এই ঘটনার পর ব্যাটন রুজের মেয়ার কিপ হোল্ডেন সবাইকে শান্ত থাকার এবং নিহতদের জন্য প্রার্থনা করার আহবান জানান।
অন্যদিকে, ফ্লোরিডায় ফের বন্দুকবাজ হানা দেয়। এবারের ঘটনাস্থল অরল্যান্ডো থেকে ৬৪ কিলোমিটার পূর্বে একটি হাসপাতালে। ওই ঘটনায় মারা গিয়েছে ২ জন। তিতুসভিল পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে একজন প্রবীণ মহিলা রোগী। অন্যজন ওই হাসপাতালের এক মহিলা কর্মী। পুলিশ ওই হামলাকারীকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত গতমাসেই অরল্যান্ডোর একটি সমকামী নাইট ক্লাবে হামলা চালিয়ে ৪৯ জনকে মেরে ফেলে এক বন্দুকবাজ।