27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeজাতীয়যেভাবে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর

যেভাবে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর

Nijamiফাঁসি কার্যকর করা হয়েছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর। আজ রাত ১২টা ১০ মিনিটে তাকে ফাঁসিতে ঝুলানো হয় বলে নিশ্চিত করেছে কারা সূত্র।

কারা সূত্রের খবরানুযায়ী, কারা মসজিদের ইমাম মনির হোসেন নিজামীকে তওবা পড়িয়ে কনডেম সেল থেকে বের হতেই জল্লাদরা কনডেম সেলে ঢোকেন। জামায়াতের আমির যুদ্ধাপরাধী

নিজামীকে জম টুপি পরিয়ে বের করেন। তারা নিজামীকে ফাঁসির মঞ্চে নিয়ে দাঁড় করান। ততক্ষণে ফাঁসির মঞ্চে হাতলের কাছে প্রস্তুত প্রধান জল্লাদ রাজু।

এরপর ফাঁসির মঞ্চে তোলার পরই জম টুপির ওপর ফাঁসির ম্যানিলা রশি টেনে নিজামীর গলায় পরিয়ে দেন অপর এক জল্লাদ। হাত-পা বেঁধে দেওয়া হয় তার। রাজু তা ভালো করে যাচাই করে রশির হাতলে হাত রাখেন। জল্লাদ রাজুর চোখ তখন জেল সুপারের হাতে থাকা রুমালের দিকে।

সূত্রানুযায়ী খবর, রাত ১২ টা ১০ মিনিটে জেল সুপার হাত থেকে রুমাল মাটিতে ফেলতেই জল্লাদ রাজু ফাঁসির রশির হাতলে টান দেন। পায়ের নিচের পাটাতন সরে গিয়ে রশিতে ঝুলতে থাকে যুদ্ধাপরাধী নিজামী। নির্ধারিত সময় পর নামিয়ে আনা হয় তার মরদেহ। এরপর মরদেহে প্রয়োজনীয় পরীক্ষা করেন সিভিল সার্জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments