‘আসন্ন পবিত্র রমজানে প্রয়োজনীয় নিত্য পণ্য মাছ, মাংস, দুধ, ডিমের দাম কোনোভাবেই দাম বাড়বে না।সরকার প্রতিটি বিক্রয়কেন্দ্রে ভ্রাম্যমাণ বিসাবে বলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রর কারণে মাছ, মাংস, দুধ, ডিমের দাম কোনোভাবেই বাড়বে না।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র–সংলগ্ন মাঠে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রমজানের সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র স্থাপন করব। সে ক্ষেত্রে বেসরকারি যাঁরা খামারি আছেন, তাঁদেরও আমরা সহায়তা নেব। আশা করি, রমজানে মাছ, মাংস, দুধ, ডিমের দাম কোনোভাবেই বাড়বে না। বরং সহনশীলতার ভেতরে যেন রাখা যায়, সেই প্রক্রিয়ায় আমরা আছি।’