32 C
Bangladesh
Thursday, June 8, 2023
Homeনির্বাচিতরাজধানীতে পুলিশ অফিসার নিজের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন

রাজধানীতে পুলিশ অফিসার নিজের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে বুকে গুলি করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ওই সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত। থাকতেন মিরপুর পুলিশ লাইনে।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মুন্তাহারুল ইসলাম।

তিনি জানান, আজ সকাল থেকে রনির ডিউটি ছিল বনানী ১১ নম্বর রোডের শেষ মাথায় পুলিশ চেকপোস্টে। সকাল সাড়ে ৬টায় ডিউটি পোস্টে যান তিনি। এর পরপরই চেকপোস্টের বাথরুমে ঢোকেন। তখনই ভেতর থেকে একটি গুলির শব্দ শুনতে পান সহকর্মীরা।

এসআই মুন্তাহারুল আরো জানন, দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় রনিকে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কী কারণে আশরাফুজ্জামান রনি আত্মহত্যা করতে পারেন সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

নিহত এ পুলিশ সদস্যের বাড়ি ধামরাইয়ের চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন আশরাফুজ্জামান রনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img